মাদক মামলায় দীপিকাদের সমন, মহিলাদের প্রতি ‘বিদ্বেষের’ অভিযোগে ক্ষোভ উগরে দিলেন শাহরুখ-কন্যা

বলিউডের একাধিক অভিনেত্রীর নাম যখন জড়িয়ে পড়তে শুরু করেছে , সেই সময় যেন কিছুটা ক্ষোভে ফুঁসে উঠলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।মাদক মামলায় দীপিকা পড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, সমন পাঠানো হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে।|
এনসিবির সমন পেয়ে শনিবার তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।এনসিবির সামনে শনিবার হাজির হবেন সারা আলি খানও।
ইচ্ছাকৃতভাবে মহিলাদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন সুহানা।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে সুহানা ক্ষোভ উগরে দেন।পাশাপাশি পুরুষদের তুলনায় মহিলাদের কেন বেশি করে বন্দুকর নলায় ডগায় রেখে বিচার করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন শাহরুখ-কন্যা সুহানা।দেখুন কী লিখলেন সুহানা…

এদিকে শুক্রবার প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংকে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে রকুলপ্রীতকে জিজ্ঞাসাবাদের পর এনসিবির অফিস থেকে বের হতে দেখ যায় ওই অভিনেত্রীকে।
অন্যদিকে সম্প্রতি শার্লিন চোপড়া অভিযোগ করেন যে, কেকেআর-এর ম্যাচের পর তিনি একটি পার্টিতে হাজির হয়েছিলেন । সেখানে গিয়ে বেশ কয়েকজন সুপারস্টারের স্ত্রীকে নেশা করতে দেখেছিলেন তিনি। তবে কেকেআর-এর ম্যাচের পর কোন সুপারস্টারদের স্ত্রীদের মাদকের নেশা করতে দেখেছিলেন শার্লিন চোপড়া, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। যদিও কারও নাম উল্লেখ করেননি শার্লিন।