IPL 2020: KKR vs MI কে জিতবে ? KKR-এর রঙে রঙিন বুর্জ খলিফা

আজ লিগে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে প্রথম ম্যাচেই নাইটদের সামনে মুম্বই ইন্ডিয়ানস। আইপিএল অভিযান শুরুর আগের রাতে কেকেআরের মায়াবি রঙে রঙিন বুর্জ খালিফা।ইতিবাচক প্রত্যাবর্তন করতে ব্যর্থ হওয়ার পরে, বুধবার কলকাতা নাইট রাইডার্সের সাথে লড়াইয়ের পরে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের প্রথম পয়েন্টটি সুরক্ষিত রাখতে দেখবে।
২০১৩ সাল থেকে এমআই কখনও উদ্বোধনী খেলা জিততে পারেনি এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে স্ক্রিপ্ট পরিবর্তন হয়নি। তবে বিজয়ী হওয়া সহজ হবে না বিশেষত বিপরীত শিবিরে রাসেলের সাথে।বুর্জ খলিফার সেই মায়াবি রঙিন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে নামার আগে আমিরশাহিও যেন শুভেচ্ছা জানাচ্ছে কিং খানের দলকে।