সোনু সুদ দখল করলেন প্রথম স্থান এশিয়ার ৫০ জন প্রভাবশালী তারকাদের মধ্যে, শুভেচ্ছা জানাচ্ছে ফ্যানেরা
সোনু সুদ দখল করলেন প্রথম স্থান এশিয়ার ৫০ জন প্রভাবশালী তারকাদের মধ্যে, শুভেচ্ছা জানাচ্ছে ফ্যানেরা

সোনু সুদের পরিচয় যে শুধু একজন অভিনেতা তা নয়, তিনি এখন বিশ্বের কাছে পরিচিত এক মানবিক মানুষ রূপে। লকডাউনের শেষে দেশের পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও নিজের মানবিক কাজ গুলোকে থামিয়ে দেননি।করোনার কারণে দেশ জুড়ে তখন চলছিল লকডাউন।
আর সেই সময় কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলো পরিযায়ী শ্রমিকরা। আর তাদের এই দুর্দিনে সবার আগে পাশে এসে দাঁড়ায় বলিউড অভিনেতা সোনু সুদ। আর শুধু যে পরিযায়ী শ্রমিক তা নয় তার কানে যেকোনো ভাবে যখনি কারো দুর্দশার খবর পৌঁছে গেছে তখনি তিনি বাড়িয়ে দিয়েছেন তার সাহায্যের হাত।
তিনি বলিউড অভিনেতা হয়ে যা করে দেখিয়েছেন তা দেখতে পারেনি কেউই। তাই এই মানবিকতার এই মহান কাজের জন্য এবার পুরুস্কৃত করা হলো সোনু সুদকে। তিনি হলেন এখন বাস্তব জীবনের নায়ক।বলিউডের এই সুপারস্টার অভিনেতা কে করোনা মহামারীর প্রাক্কালে ভয়াবহ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘এসডিজি স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে কিছুদিন আগেই। আর তাকে এই পুরস্কারটি দিয়েছে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে।
বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও শারুখ খানকে পেছনে ফেলে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সর্বাধিক ফলোয়ার্স এখন সোনু সুদের। স্পট বয়ের রিপোর্ট অনুযায়ী সোনু সুদ তাদের সব বিভাগের সমীক্ষাতেই রয়েছেন চার নম্বর অবস্থানে তবে অভিনেতাদের মধ্যে তার সবচেয়ে ফলোয়ার্স সংখ্যা বেশি।সমীক্ষায় সব বিভাগের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন শীর্ষে, তারপরেই অবস্থান রাহুল গান্ধীর, এরপর বিরাট কোহলি এবং তারপরেই চার নম্বরে অবস্থান করছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
স্পটবয়ের সমীক্ষা অনুযায়ি,টুইটের এ সোনু সুদের ফলয়ার্স সংখ্যা প্রায় ২৪ লাখ ছাড়িয়ে। যেখানে শাহরুখ খানের ফলয়ার্স মাত্র সাত লাখ ৩০ হাজার এবং অক্ষয় কুমারের ৬ লাখ ৭২ হাজার! আর এবার বলিউড তারকাদের পেছনে ফেলার পর গোটা এশিয়ার তারকাদের পেছনে ফেলে।
এশিয়ার ৫০ জন প্রভাবশালী তারকাদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন সোনু সুদ। আর সেই সন্মান পাওয়া মাত্রই সোনু সুদ খুশিতে মুগ্ধ হয়ে বলেছেন যে তিনি এভাবেই আরও কাজ করে যেতে চান। সোনু সুদের এই সাফল্যে উচ্ছসিত তার ফ্যানেরা। সোশ্যাল মিডিয়াতে তাকে জানাচ্ছে শুভেচ্ছা।