সম্মান না পেয়েই দল ছাড়ছেন নেতারা, বিস্ফোরক শতাব্দী রায়

তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন, তৃণমূল কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী শতাব্দী রায়। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান বলে জানান শতাব্দী। তবে তারই মাঝে দলের বিরুদ্ধে ক্ষোভের সুরে কথা বললেন অভিনেত্রী ।
বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় শাসক দল। শুক্রবার সকালে দলের মঙ্গলকামনায় শতাব্দী রায় তারাপীঠ মন্দিরে গিয়ে পূজা দিয়ে এমনটাই প্রার্থনা করলেন।
তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন শতাব্দী রায়। তৃণমূল কংগ্রেসের নেতাদের দল ত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “যাঁরা সম্মান পাচ্ছেন না তাঁরা দল ছাড়ছেন।
দলের উচিত তাঁদের কথা ভাবা। তাঁদের সঙ্গে কথা বলা। শতাব্দী এদিন আরও বলেন, “দলের কর্মীদের উচিত এই খারাপ সময়ে নেত্রীর পাশে থাকা।” মান-অভি’মানের পালা মিটে গিয়েছে ঠিকই। কিন্তু তারপরেও দলের নামে পুজো দেওয়ার পর বেসুরো হলেন কেন শতাব্দী?
এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শতাব্দীর কথার ভু’ল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা সবাই তৃণমূলের হয়ে লড়ছি । যাঁরা নিজেদের স্বার্থেদলে এসেছিলেন, তাঁরা চলে যাচ্ছেন, দলের তরফে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।”
তৃণমূল যথেষ্ট আশাবাদী, এবারের ২১ এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি মাসেই একুশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের পূর্বে শাসক বিরোধী তরজা তুঙ্গে।