বোতাম খোলা শার্টের মধ্যে দিয়ে স্পষ্ট অন্তর্বাস, হট অবতারে পায়েল
বোতাম খোলা শার্টের মধ্যে দিয়ে স্পষ্ট অন্তর্বাস, হট অবতারে পায়েল

বৃষ্টিস্নাত দিনে মনের প্রেম প্রেম ভাবকে যেন আরও বেশি করে উসকে দিয়ে ইনস্টাগ্রামে আপলোড করলেন এই ছবিটি।ছবিতে সাদা ফিনফিনে শার্ট পরে শার্টের শুধুমাত্র একটি বোতাম লাগানো। বাকিটা উন্মুক্ত।ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পায়েল। শার্টের ভিতর থেকেই সুষ্পষ্ট অন্তর্বাস আর তাঁর অন্দরের বক্ষ বিভাজিকা। কোথাও একটা হেলান দিয়ে বসে রয়েছেন পায়েল। অনাবৃত উরুতে রেখেছেন হাত।বোতাম খোলা শার্টের মধ্যে দিয়ে স্পষ্ট অন্তর্বাস, হট অবতারে পায়েল
চলতি বছরে মুক্তি পেয়েছে পায়েল অভিনীত সিনেমা ‘হারানো প্রাপ্তি’। ছবিতে পায়েলের পাশাপাশি রয়েছেন সোহম এবং তনুশ্রী। এছাড়া পায়েলের আগামীর তালিকায় রয়েছে পরিচালক জুটি সুদেষ্ণা রায় (Sudeshna Roy) এবং অভিজিৎ গুহর (Abhijit Guha) ‘বিয়ে ডট কম’।